কইদিন আগে Agora (Rifles Square) থেকে এই productটা কিনি। খুব যে চুল পরছিল তা কিন্তু না আবার কমও পরছিল না। আর যেহেতু চুল লম্বা করার চেষ্টা করছি সেই উসিলায় এটা কেনা।
First use এ খুবি ভালো লাগলো। আসলেই non sticky. Scalp এ দেওয়ার পর পরই absorb হয়ে যাচ্ছে। Even চুলে দিলেও। সাধারণত তেল দেওয়ার সময় চুল অনেক পরে। কিন্তু এটাতে হালকা কয়েকটা চুল পরেছে।
Overall ভালই লেগেছে। And I think এটা serum হিসেবেও use করা যাবে। খুবি light weight.